Friday, September 19

রুয়েট ফাঁকা, হল ছেড়েছে শিক্ষার্থীরা


রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিবিরের ওপর পুলিশ-ছাত্রলীগের যৌথ হামলা ও ত্রিমুখী সংঘর্ষের জেরে প্রশাসনের নির্দেশে হল ছেড়েছে শিক্ষার্থীরা। শুক্রবার ভোর থেকেই তাদের ব্যগ-ল্যাগেজ নিয়ে রুয়েট সংলগ্ন তালাইমারী, কাজলাগেট ও ভদ্রার মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় শিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় কাজে বাধা দান এবং বিস্ফোরক দ্রব্য আইনে মতিহার থানায় চারটি মামলা দায়ের হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার সকালে উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও ওয়াহিদুর রহমান বাদী হয়ে পুলিশের কাজে বাধা দান ও বিস্ফোরণ আইনে দুটি করে চারটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকেলে রুয়েট সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় সংঘর্ঘের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আশরাফুল আলম ইমনসহ ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা এবং সেলিম হলের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো দুটি মামলা হয়েছে। এই মামলায় রুয়েট শিবিরের সভাপতি হাসান আহমেদসহ ২১ জনের নাম উলে¬খ করে এবং অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১০ জন শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার ও বাকিদের পলাতক দেখানো হয়েছে বলে জানান ওসি। সূত্র মতে, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে উপাচার্য মুহম্মদ রফিকুল আলম বেগের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় রুয়েট শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়। এজন্য শুক্রবার সকাল ১০টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নিদের্শ দেয় রুয়েট কর্তৃপক্ষ। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত রুয়েট বন্ধ থাকবে। তবে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলেও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। এদিকে ক্যাম্পাস বন্ধের ঘোষণায় শিক্ষার্থীদের মাঝ ক্ষোভ ও শঙ্কা বিরাজ করছে। অনেক শিক্ষার্থী রাত থেকেই হল ত্যাগ করতে শুরু করেন। রুয়েট ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ল্যাগেজ ও পিঠে ব্যাগ নিয়ে রুয়েট সংলগ্ন তালাইমারী, কাজলাগেট ও ভদ্রায় গিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন শিক্ষার্থীরা। দূরের শিক্ষার্থীরা রাজশাহী বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে যাওয়ার জন্য ক্যাম্পাসের প্রধান ফটক থেকে অটোরিকশায় উঠছেন। এছাড়া অনেক শিক্ষার্থীর অভিভাবকদের ক্যাম্পাসে এসে তাদের সন্তানদের নিয়ে যেতে দেখা গেছে। এসময় একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় এমনভাবে বন্ধ হবে এমনটা কল্পনাও করতে পারিনি। এমনিতেই তিনমাসের সেশনজটে আছি। এখন আবারো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষনা করেছে। এতে সেশনজটের আশঙ্কায় ভুগছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়