Friday, September 26

পড়ার বিষয় চলচ্চিত্র


হিমেল হাসান সময়ের সঙ্গে উচ্চশিক্ষার পাঠ্যতেও যুক্ত হয়েছে নতুন নতুন বিষয়। যুক্ত হওয়া নতুন বিষয়গুলোর মধ্যে একটি হলো, চলচ্চিত্র অধ্যয়ন। বাংলাদেশেও এখন এ বিষয়ের ওপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার সুযোগ হয়েছে। যারা চলচ্চিত্র নিয়ে জানতে ও পড়তে আগ্রহী, এ অধ্যয়নে যুক্ত হওয়ার সুযোগ আছে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পরই। ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়ানো হচ্ছে এ বিষয়টি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়ার সুযোগ আছে। চার বছর মেয়াদি স্নাতক, দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে পড়শোনার পাশাপাশি এমফিল, পিএইচডি ও বিভিন্ন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্সে ভর্তি হতে চাইলে উচ্চমাধ্যমিকের পর 'খ' ইউনিটে ও 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হবে। 'খ' ইউনিটে পরীক্ষা দিতে হলে মানবিক বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ-৭ থাকতে হয়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ও-লেভেলে ৫টি এবং এ-লেভেলে ২টি বিষয়ে অবশ্যই পাস থাকতে হবে। এ সাত বিষয়ের অন্তত চারটিতে বি গ্রেড ও তিনটিতে সি গ্রেড থাকতে হবে। স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চাইলে স্নাতক সম্পন্ন করতে হবে। এরপর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এ বিষয়ের ওপর স্নাতক, স্নাতকোত্তর করার সুযোগ আছে। এজন্য শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে ২.৫ জিপিএ নিয়ে পাস করতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ও-লেভেলে ৫টি এবং এ-লেভেলে ২টি বিষয়ে অবশ্যই পাস থাকতে হবে। এ সাত বিষয়ের অন্তত চারটিতে বি গ্রেড ও তিনটিতে সি গ্রেড থাকতে হবে। এছাড়া দুই বছর মেয়াদি স্নাতকোত্তর সম্পন্ন করার সুযোগও আছে। একই যোগ্যতা প্রয়োজন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে স্নাতক সম্পন্ন করার জন্য। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ থেকে স্নাতক কোর্সে পড়তে চাইলে খরচ পড়বে ৬ লাখ ৯০ হাজার টাকা। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে পড়তে হলে খরচ গুনতে হবে যথাক্রমে ৩ লাখ ৬২ হাজার টাকা এবং ৪ লাখ টাকা। এ বিষয় থেকে স্নাতক করার পর কাজের সুযোগ রয়েছে দেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়। এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থায়ও কাজের সুযোগ রয়েছে। আর নিজের প্রতিভা থাকলে, দক্ষতা অর্জন করতে পারলে নিজেই হয়ে উঠতে পারেন চলচ্চিত্র নির্মাতা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়