Friday, September 26

হজ বিশ্বশান্তির অন্যতম নিয়ামক


ড. মোঃ শওকত হোসেন ইসলাম নির্দেশিত ইবাদতগুলোর মধ্যে শান্তির উপায় বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে হজ অন্যতম। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, 'আজ মানুষের কাছে হজের জন্য ঘোষণা দিয়ে দাও। ওরা আসবে হেঁটে ও ধাবমান উঠের পিঠে চড়ে, আসবে দূর-দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণ লাভ করে।' (সূরা হজ : ২৭-২৮)। হজের কেন্দ্রবিন্দু হচ্ছে কাবাগৃহ। বর্তমান বিশ্বের প্রধান তিনটি ধর্মের মানুষ এ গৃহকে সম্মান করে থাকে। এ গৃহকে কেন্দ্র করে মানবজাতির ইতিহাসে অনেক স্মরণীয় অধ্যায় রয়েছে। তাই এ গৃহের সংস্পর্শে এলে জাতিগত বিভেদের পরিবর্তে নতুন এক ঐক্যচেতনা জাগ্রত হয়। এ চেতনা বিশ্বশান্তির সহায়ক। রাব্বুল আলামিন বলেন, 'নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল, তা তো বাক্কায় (মক্কার অপর নাম), তা আশীর্বাদপুষ্ট ও বিশ্বজগতের দিশারি। সেখানে বহু সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন_ ইবরাহিমের দাঁড়ানোর স্থান। আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে সেই গৃহের হজ করা তার একান্ত কর্তব্য।' (সূরা ইমরান : ৯৬-৯৭)। জাতিগত দ্বন্দ্ব, বর্ণ বৈষম্য, ভূখ-গত বিভেদ ইত্যাদি বিশ্বশান্তির ক্ষেত্রে সর্বাপেক্ষা বড়রকমের হুমকি হিসেবে দেখা যায়। হজের সময়ে বিশ্বের সব এলাকা থেকে মানুষ একত্রে, একই উদ্দেশ্যে মিলিত হয়। এতে বহুরকমের বৈষম্য-বিরোধ মীমাংসার সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া একই আল্লাহর সৃষ্ট হিসেবে এবং একই আল্লাহর দাস হিসেবে সবাই মিলে একত্রে একইরকম ইবাদতের মাধ্যমে যে একত্ববাদের চেতনা জাগ্রত হয়, তা বিশ্বশান্তির জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। বস্তুত সঠিক নিয়তে, যথার্থ উপলব্ধির সঙ্গে যথাযথভাবে হজ পালন করলে একত্ববোধ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। উগ্র-ভোগবাদী চেতনা বিশ্বে অশান্তি সৃষ্টির অন্যতম কারণ। মানুষের ভোগলিপ্সার শেষ নেই। তাই দেখা যায়, সম্পদশালীদেরই সম্পদের লোভ যেন বেশি। ধনী চায় আরও ধনী হতে। হজের সময় যেসব মানুষ একত্রে মিলিত হয় তারা কম-বেশি ধনী মানুষ। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জাতি-গোষ্ঠীর ধনী লোকেরাই হজে মিলিত হন। তারা সেখানে কৃচ্ছ্রতা সাধন করেন। ইহরাম বাঁধেন। এর মাধ্যমে বিলাসী জীবনের গর্বিত অবস্থা ছেড়ে আল্লাহর গোলাম হিসেবে তার ডাকে সাড়া দিয়ে নিজেকে অন্য সবার মাঝে একাকার করে হাজিরা দেন। ফলে ভোগবাদী জীবন চেতনা পরিবর্তিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। আর এরই ধারাবাহিকতায় সবার ঐক্যানুভূতিতে বিশ্বশান্তি ত্বরান্বিত হতে পারে। লেখক : সহকারী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়