Friday, September 26

আজ বিটিভিতে ইত্যাদি


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি আবারও বিনোদনের নতুন সম্ভার নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নাটোরের উত্তরা গণভবনে। আগে যেটি দিঘাপতিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। এ ম্যাগাজিন অনুষ্ঠানটিতে সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। যাতে অন্যরাও অনুপ্রাণিত হন। এবারের পর্বেও রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের একজন হতদরিদ্র শিক্ষক দেলোয়ার হোসেনের জীবন সংগ্রামের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। রয়েছে কোরিয়া প্রবাসী বাংলাদেশী শ্রমিক মাহবুব আলমের ওপর একটি বিশেষ প্রতিবেদন এবং মাগুরার জন্মান্ধ আবুল বাশারের ওপর মানবিক প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গানটি গেয়েছেন নাটোরেরই খ্যাতিমান শিল্পী ফরিদা পারভীন। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানা-নাতি ও চিঠিপত্র বিভাগ। একটি নাট্যাংশে অভিনয় করেছেন আবদুল আজিজ, সুভাশীষ ভৌমিক ও রনি। এছাড়াও সমসাময়িক নানা বিষয় নিয়ে নিয়মিত আয়োজনগুলোও থাকছে। ইত্যাদির নতুন পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়