Wednesday, September 17

আমি রূপচর্চা বিশেষজ্ঞ হয়ে গেছি!


অভিনয়ের ব্যস্ততা কেমন? আমি আগের তুলনায় অভিনয়টা কমিয়ে দিয়েছি। নতুন দুটি ধারাবাহিকে কাজ করেছি। একটি 'লোটাকম্বল' অন্যটি 'জীবন থেকে নেয়া'। দুটি নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। এখন শুটিং চলছে 'শূন্য থেকে শুরু' নাটকের। ধারাবাহিক নাটক দিয়ে আপনার পরিচিতি। বিষয়টিকে কীভাবে দেখছেন? 'মহানগর' ধারাবাহিক নাটক দিয়ে আমি পরিচিতি পাই। নাটকের গল্পটি দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ওই নাটক দিয়ে অনেকেই আজ তারকা। এখনকার ধারাবাহিকে কাজ করে আগের মতো সাড়া পাওয়া যায় না। কারণ নাটকের গল্পের মধ্যে গভীরতা নেই। নতুন অনেকেই কাজ করছেন। তাদের নিয়ে বলুন। নতুন অনেকেই টিভি মিডিয়ায় আসছেন। তারা অভিনয় না জেনেই কাজ করছেন। এমনকি তারা সিনিয়রদের সম্মান করছেন না। এসব দেখে খুবই কষ্ট পাই। আমরা সিনিয়রদের প্রতিনিয়ত সম্মান করে কাজ করছি। এটা দেখে তাদের শেখা উচিত। উপস্থাপনা কেমন উপভোগ করছেন? সৌন্দর্য কথা শিরোনামে নিয়মিত একটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। মেয়েদের সৌন্দর্য নিয়ে নানা ধরনের টিপস দেয়া হয়। খুবই ভালো লাগে উপস্থাপনা করতে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমি রূপচর্চা বিশেষজ্ঞ হয়ে গেছি! ঈদের নাটকের ব্যস্ততা কেমন? ঈদের জন্য দুটি নাটকের কাজ শেষ করেছি। এছাড়া দুটি টেলিফিল্মে কাজ করার কথা চলছে। ভালো গল্প পেলে নিয়মিত অভিনয় করার ইচ্ছা আছে। নিপু বড়ুয়া

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়