Thursday, September 4

সুন্দরগঞ্জে ২ সাংবাদিককে হুমকি অব্যাহত


সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক ও অর্থ সম্পাদক শেখ মামুনুর রশিদের প্রতি হুমকি অব্যাহত থাকায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রকাশ, গত ২৫ আগস্ট উপজেলার রামধন (কড়িতোলা) মৌজায় ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযানে গেলে মাহামুদুল হাসান লিবনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল শেখ মামুনুর রশিদকে নানান হুমকি দেয়। এমনকি তার উপর হামলানোর জন্য উদ্যোক্ত হয়। এসময় ক্লাব’র সাধারণ সম্পাদকসহ প্রশাসন এলাকার কতিপয় ব্যক্তির সহযোগিতায় ফিরে আসলেও তার প্রতি বিভিন্ন ভাবে হুমিক অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা। এদিকে ১২ হাজার টাকা চাঁদার দাবিতে সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিককে মোবাইল কঠোর হুমকি ও গালি-গালাজ করলে ওই হুমকি দাতার বিরুদ্ধে গত ২৯ জুন গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে অভিযোগ দায়ের করেন তিনি। তাঁকে হুমকি দাতা রংপুরের পীরগাছা উপজেলার দিগটারী গ্রামের আব্দুল কাদের-জরিনা দম্পত্তির ছেলে আলমগীর বলে জানা যায়। শেখ মামুনুর রশিদের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। হুমকি দাতাদের বিরুদ্ধে প্রশাসনিক আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্লাব’র সকল সাংবাদিকগণ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়