নীলফামারী: জেলার সৈয়দপুর উপজেলা শহরে নর্দমার পাশ থেকে সদ্যজাত এক কন্যা শিশু উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সন্ধ্যার পরে ওই এলাকায় যখন মানুষজন চলাচল কমে যাওয়ার সময় সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ী মহল্লার সাদরা লেনের রেলওয়ের আউটলেট নর্দমার পাশে নবজাতক শিশুটিকে পাওয়া যায়। জীবন্ত রক্তে মাথা শিশুটিকে নিয়ে শহর জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে এ সন্তানটি কারো অবৈধ প্রনয়ের ফসল। জানা যয়, নর্দমার পাশে পলিথিনে মোড়ানো কান্নারত অবস্থায় একটি শিশুকে দেখতে পায় এলাকাবাসী। এ সময় একই এলাকার তিন সন্তানের জনক মমতাজ আলী ওই শিশুটিকে কোলে তুলে নেন। পরে তিনি ঘটনাটি সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলকে অবগত করেন। পৌর কাউন্সিলর বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে জানান। পরে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সম্পূর্ন সুস্থ্য হিসেবে ঘোষনা দেন। ধারনা করা হচ্ছে সদ্যজাত কন্যা শিশুটি ভুমিষ্ঠ হবার পর পরেই কে বা কারা তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশের মাধ্যমে মমতাজ আলীকে নবজাতকটিকে রক্ষার দায়িত্ব দেয়া হয়। নবজাতক কন্যা সন্তানটি পেয়ে মমতাজ আলী জানান, কুড়িয়ে পাওয়া শিশুটিকে তিনি নিজের সন্তাান হিসেবে মানুষ করতে চান। আগে তাঁর ২ ছেলে এক মেয়ে রয়েছে। এখন থেকে তাঁর ২ ছেলে ২ মেয়ে হলো। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন শহরের নর্দমার পাশ থেকে একটি সদ্যজাত শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি এখন ওই এলাকার মমতাজ আলীর দায়িত্বে রয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়