স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যম নীতিমালা নিয়ে অহেতুক বিভ্রান্তি তৈরি করবেন না।
শুক্রবার রাজধানীতে ফজলুল হক ইনস্টিটিউট অব মিডিয়া স্টাডিজ (ফিমস) আয়োজিত ‘বর্তমান সময় এবং বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই নীতিমালা শুধুমাত্র দিকনির্দেশনামূলক। এটা কোনো আইন না। তার মতে, গণমাধ্যম বর্তমানে বিচ্ছিন্ন কিছু নীতিমালা দিয়ে পরিচালিত হচ্ছে, যেটা গণমাধ্যমের জন্য বিপজ্জনক।
ইনু বলেন, ‘মনে হয় একটি বিভ্রান্তি হচ্ছে এবং অহেতুক আমরা তর্কে জড়িয়ে পড়ছি। বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত কিছু আইন, কিছু বিধি-বিধান, কিছু চুক্তিপত্র দ্বারা সমগ্র গণমাধ্যম পরিচালিত হচ্ছে। এটা গণমাধ্যমের জন্য অত্যন্ত বিপজ্জনক।
দেশের ইতিহাস-ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতির বিকাশ ঘটাতে, গণমাধ্যমের কর্মীদের স্বাধীনতা নিশ্চিত করতে একটি সমন্বিত আইন দরকার।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়