টাফ রিপোর্টার : প্রেসিডেন্ট মো. আবদুল হামিদকে বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে করা সংবিধানের ষোড়শ সংশোধন বিলে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, যে সংসদ দেশে ও দেশের বাইরে প্রশ্নবিদ্ধ সেই সংসদ সদস্যদের হাতে ষোড়শ সংশোধনীর মাধ্যমে জনগণের অধিকার ক্ষুন্ন হবে। তিনি বলেন, একজন আইনজীবি হিসেবে প্রেসিডেন্টকে অনুরোধ জানাবো, বিলটি আপনার দপ্তরে গেলে জনগণের বার্তাকে সাড়া দিয়ে বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করবেন। সারাদেশে স্বস্তঃস্ফূর্ত হরতাল পালন হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের আজকের হরতাল ক্ষমতায় যাওয়ার জন্য নয়। দেশের গণমানুষের মানুষের দাবি আদায়ে এই হরতাল। তাই হরতালে বাধা না দিয়ে সন্ধ্যা পর্যন্ত সহনীয় আচরণ করতে সরকার ও আইনশৃংখলা রক্ষাকারী বাহীনির প্রতি আহবান জানান তিনি। এসময় তিনি সারাদেশে হরতালের পিকেটিং করার সময় ২৫/৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন। সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আমরা আশা করছি হরতালের বাকী সময়ে বাধা দিবে না। যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
Monday, September 22
এ সম্পর্কিত আরও খবর
ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে: শাহজাহান সেলিম বুলবুলকানাইঘাট নিউজ ডেস্ক:জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি,সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়া
৫ আগস্ট ছিল গণতন্ত্র উত্তোরণের প্রথম ধাপ: ড. মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ৫ আগস্ট ছিল গণতন্ত্র উত
সংস্কার নিয়ে সরকার-বিএনপির কোনো বিরোধ নেই: তারেক সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন দলটির ভ
দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় হার্ডলাইনে বিএনপিদলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি। স্পষ্টভাবে জানি
তৃণমূল বিএনপি নেতা সমশের মবিন চৌধুরী গ্রেপ্তার তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধ
আমরা এমন একটা বাংলাদেশ চাই, সেখানে জাতপাতের ভেদাভেদ থাকবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়