Monday, September 8

নির্ভুল ভোটার তালিকা উপহার দিতে কাজ করছে নির্বাচন কমিশন: জাবেদ আলী


ঝিনাইদহ প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ জাবেদ আলী বলেছেন, একটি নির্ভুল ভোটার তালিকা উপহার দিতে নির্বাচন কমিশন কাজ করছে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ জেলার সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণে সহায়তা করার আহ্বান জানান তিনি। ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম মৈনুর, র‌্যাব-৬ অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল, উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, অবসরপ্রাপ্ত সচিব আবু বকর প্রমুখ মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়