নিজস্ব প্রতিবেদক:
৬নং কানাইঘাট সদর ও ৪নং সাতবাক ইউপির দুটি ওয়ার্ডের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কানাইঘাট সদর ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপনির্বাচনে ৮৬৫ জন ভোটারের মধ্যে ৬৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ওয়ার্ডের নির্বাচনে ফরিদ উদ্দিন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৩৪৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্ধি শহীদ আহমদ শামীম (ফুটবল) প্রতীক নিয়ে ৩১৪টি ভোট পান। অপর দিকে কানাইঘাট ৪নং সাতবাঁক ইউপির ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে ১ হাজার ৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৬৩ জন। উক্ত ওয়ার্ডের নির্বাচনে হেলাল উদ্দিন মামুন (মোরগ) প্রতীক নিয়ে ৩০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী খলিল আহমদ (বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে ২৭৩ ভোট পেয়েছেন। উল্লেখ্য যে, কানাইঘাট সদর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য হুসেন আহমদ ও সাতবাক ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন মৃত্যু বরণ করায় এ দুটি ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দুটি ভোট কেন্দ্রে দুজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়