Sunday, September 21

আবারও তারকাদের নগ্ন ছবি অনলাইনে


কানিউজ ডেস্ক: এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও অনলাইনে প্রকাশ করা হয়েছে সেলিব্রেটিদের নগ্ন ছবি। মার্কিন গণমাধ্যমের বরাত দিযে গতকাল শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবার রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান, অভিনেত্রী ভ্যানেসা হিউজেনস ও মার্কিন নারী ফুটবলার হোপ সোলোসহ বেশ কয়েকজন তারকার নগ্ন ছবি প্রকাশ করেছে হ্যাকাররা। ‘ফোরচ্যান’ ও রেডিটে আপলোড করা এসব ছবি অবশ্য দ্রুত সরিয়েও ফেলা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সসহ শতাধিক তারকার নগ্ন ছবি অনলাইনে প্রকাশ করে হ্যাকাররা। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের ‘আইক্লাউড’ সার্ভার থেকে তারকাদের এসব ছবি হ্যাক করা হয়। অ্যাপল এ ঘটনাকে ‘উদ্দেশ্যেমূলক আক্রমণ’ হিসেবে অভিহিত করে। তবে আইক্লাউডের সার্ভারে নিরাপত্তা ব্যবস্থায় কোনো রকমের ত্রুটি থাকার কথা অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। বরং তারকারা ব্যক্তিগতভাবে সাইবার আক্রমণের স্বীকার হয়েছে দাবি করে অ্যাপল জানায়, এক্ষেত্রে তারকাদের সহজে অনুমেয় পাসওয়ার্ড ব্যবহারের কারণে হ্যাকাররা তাদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে। এছাড়া অ্যাপলের ছদ্মবেশেও (হ্যাকিংয়ের এ পদ্ধতিটি ‘ফিশিং’ নামে পরিচিত) হ্যাকাররা তারকাদের গোপনীয় তথ্য হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে দাবি করে অ্যাপল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়