স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ কে খন্দকারের লেখা ‘ভেতরে বাইরে’ বইটিতে সত্য কথা লেখায় যদি ফাঁসি দিতে হয় তাহলে ইতিহাসকে ফাঁসি দিতে হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, যারা শেখ হাসিনাকে খুশি করার জন্য জিয়া পরিবারকে গালিগালাজ করেন তাদের ভবিষতে ফাঁসিই যথেষ্ট হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের উপর মানুষ কতটা ক্ষুব্ধ তা বোঝা যেতো, যদি তাদের খোলা মাঠে পাওয়া যেত।
তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করা যাবে না। কারণ এ দেশের ১৬ কোটি মানুষ জিয়া পরিবারের সদস্য। আমাদের নিজেদের কর্মকান্ডে জিয়া পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ ধ্বংসের পথ থেকে আমাদেকে এখনই সরে আসতে হবে।
কর্মজীবী দলের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বরিশাল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান কুদ্দুস, বিএনপির সহ-দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়