Friday, September 19

কানাইঘাটে ছাত্রদলের দু’গ্রুপে আবারো সংঘর্ষ ॥ আহত ৯


নিজস্ব প্রতিবেদক: দলীয় আধিপত্য বিস্তার নিয়ে আবারো কানাইঘাটে ছাত্রদলের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ ছাত্রদলের দু’গ্রুপের ৯ নেতাকর্মী আহত হয়েছে। জানা যায়, আজ শুক্রবার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিকেল আনুমানিক সাড়ে ৩টার সময় যোগ দিতে সিলেট জামান গ্রুপ সমর্থিত ছাত্রদল নেতা বাশার গ্রুপের নেতাকর্মী মিছিলসহকারে সম্মেলনস্থলে যাওয়ার সময় স্থানীয় সুরইঘাট বাজারে জেলা ছাত্রদলনেতা সাফেক মাহবুব সমর্থিত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী মিছিলে হামলা চালায়। এ সময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে দিকবিদিক ছুটাছুটি শুরু করেন বাজারে আগত লোকজন। সংঘর্ষ থামাতে গিয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ উভয় গ্রুপের সমর্থিত ছাত্রদল নেতা আব্দুল বাছিত, কিবরিয়া, যুবদল নেতা সেলিম আহমদ, শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে বাশার সমর্থিত আব্দুল বাসিতকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন ছাত্রদলে বিশৃঙ্খলা সৃষ্টির করার জন্য উপজেলা বিএনপির কতিপয় নেতাদের ইন্ধন রয়েছে। যার কারণে ছাত্রদলের মধ্যে বার বার সংঘর্ষের ঘটনা ঘটছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়