স্পোর্টস রিপোর্টার,ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এর নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আনাম ও আ জ ম নাসির। মাহবুবুল আনাম ২১ ভোট পেয়ে সহসভাপতি পদে নির্বাচিত হন। আর ১৭ ভোট পেয়ে আ জ ম নাসির নির্বাচিত হন।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিবি পরিচালকদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন। মাহবুবুল আনাম এর আগে বিসিবির সিনিয়র পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পরিচালক পদে ছিলেন আ জ ম নাসির। তারা দুজন ছাড়াও ভোটে অংশ নিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নজীব আহমেদ। ভোট শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়