বিনোদন ডেস্ক: স্রেফ একটা চুমু। আর তাতেই ভারত-পাক দ্বিপাক্ষিক উত্তেজনার পরশ! না-না, এতে কূটনীতির কোনো সম্পর্ক নেই।পুরোটাই বিনোদনের ব্যাপার। কিন্তু, তাতেও ছাড় নেই। হয়েছে কী, ‘রাজা নটবরলাল’ ছবিতে এমরান হাশমি আর হুমাইমা মালিকের একটি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য রয়েছে। হুমাইমা এই মুহূর্তে পাকিস্তানের এক্কেবারে প্রথম সারির নায়িকা। পারিশ্রমিক পাওয়ার নিরিখেও তিনি এক নম্বরে। সেই সেরা নায়িকার ওষ্ঠচুম্বন নিয়ে তার নিজের দেশে একেবারে শোরগোল পড়ে গিয়েছে।
কোনো ভারতীয় নায়কের সঙ্গে এতটা ঘনিষ্ঠতা নাকি সেখানকার সমাজের একটা বড় অংশ নাকি মেনে নেবে না। তাই ‘রাজা নটবরলাল’ পাকিস্তানে রিলিজের আগে ওই চুম্বনদৃশ্য ছেঁটে ফেলা হতে পারে। নায়িকা অবশ্য গোটা বিষয়টি পরিচালকের ওপর দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলেছেন। বলেছেন, ‘আমি সহ-অভিনেতার সঙ্গে ওষ্ঠচুম্বনে একেবারেই রাজি ছিলাম না। ভারতে ঘনিষ্ঠতা দেখাতে এমন দৃশ্য থাকে মাঝেমধ্যে। আমার পরিচালক আমাকে বুঝিয়ে দেন রোমান্স দেখাতেই এটা দরকার। এটা কখনই অশ্লীল হবে না৷ অগত্যা…’।
তা নায়িকা যতই হাত ধুয়ে ফেলুন, বিতর্ক একেবারে থেমে যাবে না এটা স্পষ্ট। এমনিতেই পাকিস্তানের অন্দরমহলে রাজনৈতিক সংকট চলছে। তারমধ্যে বিনোদনের জগতে এই চাপানউতোর বোঝার ওপর শাকের আঁটি হয়ে দাঁড়াতে পারে। এমরানের চুমু নিয়ে আগেও কম বিতর্ক হয়নি। একসময় ছবিতে পরপর ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যের জন্য আলোচনায় ফিরে-ফিরে আসতেন এমরান। এবার ঠিক তিনি নন, চুমুর জন্য বিতর্কে তার নায়িকা।- ওয়েবসাইট।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়