Tuesday, September 2

ফ্রি ভয়েসকল সুবিধা দিবে হোয়াটসঅ্যাপ


তথ্য প্রযুক্তি ডেস্ক: বর্তমানে মোবাইল ম্যাসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপের মোট ব্যবহারকারীর সংখ্যা ৬০০ মিলিয়ন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, খুব শিগিগিরই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সকল সক্রিয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ফ্রি ভয়েস কলের সুবিধা দিবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপে নতুন করে অন্য ভাষা অনুবাদের সুবিধা চালু করা হয়েছে। ব্যবহারকারীরা ভয়েসকলের সময় এটি ব্যবহার করতে পারবে। তবে এটির জন্যে ব্যবহারকারীদের নতুন ভার্সনের হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে হবে। সম্প্রতি ফেইসবুক কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপের মালিকানা কিনে নিয়েছে। এই ম্যাসেঞ্জারটি বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ব্যবহার করে চ্যাট করা, ছবি আদান-প্রদান, ভিডিও ও অডিও মিডিয়া বার্তা আদান-প্রদান করা যায়। ম্যাসেঞ্জারটি অ্যাপলের আইওএস, ব্ল্যাকবেরি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ফোনে ব্যবহার করা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়