কানিউজ ডেস্ক : যুক্তরাজ্যের সংসদ সদস্য স্টেলা ক্রিজিকে আপত্তিকর এক টুইট করার শাস্তি পেলেন পিটার নান নামের ট্যাক্সিচালক। তাকে ১৮ সপ্তাহের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত।
চলতি মাসের প্রথম দিকে ওয়ালথামস্টোর এমপি ক্রিজিকে এক টুইটে ধর্ষণ করার হুমকি দেন ব্রিস্টলের নাগরিক নান। টুইটে সংসদের বিরোধী দল লেবার পার্টির এই নেত্রীকে ডাকিনী বলেও মন্তব্য করেন ৩৩ বছর বয়সী নান। নানের টুইটকে অশ্লীল, কুরুচিপূর্ণ ও ভীতিকর বলে অভিহিত করেন বিচারক এলিজাবেথ রসকো।
প্রসঙ্গত, ব্রিটিশ ১০ পাউন্ডের কাগজের নোটে ব্রিটিশ ঔপন্যাসিক জেন অস্টিনের ছবি ছাপা হয়। জেন অস্টিন ক্যাম্পেইন চালু করেছেন নারীবাদী সাংবাদিক ক্যারোলিন ক্রিয়াডো পেরেজ। এই ক্যাম্পেইনকে সমর্থন করায় ক্রিজিকে টুইট করে ওই হুমকি দেন নান।
টুইটারে নানের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। দেড় বছরের জেলাদেশের পাশাপাশি নানের এ সব অ্যাকাউন্টের ওপরও বিধিনিষেধ আরোপ করেছেন আদালত।
রায়ে বলা হয়, আগামীতে নান তার কোনও অ্যাকাউন্ট থেকেই ক্রিজি কিংবা পেরেজকে টুইট করতে পারবেন না। ২৯ সেপ্টেম্বর এই রায় ঘোষণার পর এমপি ক্রিজি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, অনলাইন হয়রানিও যে হতাশা ও ভয়ের কারণ হয়ে দেখা দিতে পারে, নানের এই দন্ডাদেশ সেটাই প্রমাণ করল।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়