Tuesday, September 30

মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে ‘অপসারণ’


স্টাফ রিপোর্টার : ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হজ এবং হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে বিতর্কের জন্ম দেয়ার পর তাকে অপসারণের এ সিদ্ধান্ত এলো। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে আবদুল লতিফ সিদ্দিকীকে অপসারণের সিদ্ধান্তের সংবাদ প্রচারিত হচ্ছে। তবে মন্ত্রি পরিষদ বিভাগ এ বিষয়ে কিছু জানাতে পারেনি। রোববার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে কটূক্তির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও তাচ্ছিল্য করে বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, আমি হজ এবং তাবলীগের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীর যত বিরোধী তার থেকেও হজ ও তাবলীগের বিরোধী। এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছে। এদের কোনও কাম নেই। এরা কোন প্রডাকশন দিচ্ছে না। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। ওই অনুষ্ঠানে টক শো আলোচকদেরও গালিগালাজ করেন তিনি। অনলাইনে এ বক্তব্য প্রচারিত হওয়ার পর তোলপাড় তৈরি হয়। হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন মন্ত্রিসভা থেকে তার অপসারণ এবং তাকে গ্রেপ্তারের দাবি জানায়। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন। আর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী তাকে অভিহিত করেছেন মুখফোঁড় নেতা হিসেবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়