Thursday, September 18

আত্মসমর্পণের পর ফখরুলের জামিন


স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার অতিরিক্ত সিএমএম আলমগীর কবির রাজের আদালত বৃহস্পতিবার এ জামিন মঞ্জুর করে। এ মামলায় রোববার আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিল। গত ১৬ই জানুয়ারি পুলিশ এ মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬১ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়