Saturday, September 6

জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক লোকমান


সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও জেলা আওয়ামী লীগের সদস্য লোকমান আহমদ। শনিবার বিকালে সিলেট জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে আহ্বায়ক করা হয়েছে। জকিগঞ্জ আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র আনোয়ার হোসেন সোনাউল্লার মৃত্যুর পর পদটি শূণ্য হয়। শনিবার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় লোকমান আহমদকে নতুন আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও সাবেক সদস্য সচিব ময়নুল হককে অব্যাহতি দিয়ে ওই পদে মোন্তাকিন আলী হায়দারকে দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য যে, আজ সিলেট নগরীর জেলা পরিষদ মিলানয়তনে জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বিবিধ বিষয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়