Monday, August 11

গাজায় ফের তিনদিনের যুদ্ধবিরতি শুরু


কানিউজ ডেস্ক: মিশরের মধ্যস্থতায় আজ সোমবার থেকে গাজায় নতুন করে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের কয়েকটি গ্রুপ। সোমবার থেকে কায়রোতে দীর্ঘস্থায়ী একটি সমাধানের ব্যপারে আলোচনায় ইসরাইল তাদের প্রতিনিধি পাঠাবে বলে জানা গেছে।এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাস রকেট ছোড়া বন্ধ না করলে তারা কোন আলোচনায় অংশ নেবে না। সোমবারের বৈঠকে গাজাকে বেসামরিকিকরণ এবং ওই অঞ্চল থেকে ইসরাইলি অবরোধ প্রত্যাহারের দাবি নিয়ে আলোচনা করবে উভয় পক্ষ। এদিকে, শুক্রবার সর্বশেষ যুদ্ধবিরতি শেষ হবার পর ইসরাইলি হামলায় নতুন করে অন্তত ২০জন মানুষ প্রাণ হারিয়েছেন। রবিবার কায়রোতে আলোচনার পর মিশরিয় মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় নতুন করে তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের কয়েকটি গ্রুপ। মিশরের মধ্যস্থতাকারীরা আশা করছেন এটি দীর্ঘস্থায়ী একটি সমাধানের পথ প্রশস্ত করবে। তবে রবিবার মিশরের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ঐক্যমতে পৌছাতে উভয় পক্ষই বেশ সময় নেয়। গত এক মাসে ইসরাইলি হামলায় গাজায় একহাজার ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, তিনজন বেসামরিক নাগরিকসহ মোট ৬৭জন ইসরাইলি প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়