Wednesday, December 24

২৫ ডিসেম্বর কানাইঘাটে কেমুসাসের ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা ২০২৫’


নিজস্ব প্রতিবেদক ::

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) সিলেট-এর উদ্যোগে ‘কেমুসাস শেকড়ের সন্ধানে অভিযাত্রা ২০২৫’ আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের অভিযাত্রার গন্তব্য সিলেটের কানাইঘাট-মরমী কবি ইবরাহীম আলী তশ্না ও বহু গুণীজনের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী জনপদ।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিকাল ৩টায় মরমী কবি ইবরাহীম তশ্নার জীবন ও কর্মের ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কানাইঘাট সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত উমরগঞ্জ ইমদাদুল উলুম মাদ্রাসা মাঠে আলোচনা সভা, প্রদর্শনী এবং ইবরাহীম তশ্নার রচিত সঙ্গীত পরিবেশনসহ নানান সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে।

উল্লেখ্য, মরমী কবি ইবরাহীম আলী তশ্না সিলেটের কানাইঘাটের একজন প্রখ্যাত সুফি সাধক ও গীতিকার। তিনি ফকিরি, দেহতত্ত্ব ও কামতত্ত্বভিত্তিক নিগূঢ় আধ্যাত্মিক গান রচনার জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সৃষ্টিকর্মের প্রধান সংকলন ‘অগ্নিকুণ্ড’। তিনি শাহজালাল (র.)-এর সফরসঙ্গী শাহ তকী উদ্দীনের বংশধর ছিলেন এবং বাংলার সুফি সাহিত্যে অসামান্য অবদান রেখে গেছেন।

এই প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী আয়োজনে অংশগ্রহণের জন্য সকল কানাইঘাটবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক কবি সরওয়ার ফারুকী।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়