কানিউজ ডেস্ক: ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের হামলায় পুনরায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মন্ত্রিসভা।
ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নিন্দা জানানো হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফিলিস্তিনিদের উপর এ হামলা মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরন। যে বছর থেকে সংহতি ঘোষণা করা হয়েছে। সেই বছরেই ইসরইল হামলা শুরু করেছে। আবারো সংহতি প্রকাশ করেছে তারা।
বাংলাদেশ ফিলিস্তিনিদের সঙ্গে ছিল আগামীতেও থাকবে।
সচিব বলেন, মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিনিদের অধিকার ফিরেয়ে দেয়ার জন্য আন্তজাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেয়ার প্রয়োজন। এ জন্য দ্রুত হামলা বন্ধে আন্তজাতিক উদ্যোগ নেয়ার আহবান জানান।
এ ব্যাপারে বাংলাদেশের পররাস্ট্র মন্ত্রণালয়ের পক্ষথেকে কুটনৈতিক উদ্যোগ নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অবিলম্বে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বর্বোরোচিত হামলা বন্ধের দাবিও করে মন্ত্রিসভা।
মন্ত্রি পারিষদ সচিব জানান, জাতিসংঘের সহযোগী সংস্থা এসকপ প্রনীত করা ইন্টারগভামের্ন্টোল এগ্রিমেন্ট অন ড্রাই পোরট শীষক চুক্তি স্বাক্সরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়াও ৪ টি বিষয় মন্ত্রনা্লয়কে অবহিত করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়