স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৩০ অক্টোবর ধার্য্য করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ দিন ধার্য্য করেন।
এর আগে সকালে আদালতে হাজির হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ-আল নোমানসহ ২৮ আসামি। আদালতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত না থাকায় বিএনপির আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সময়ের আবেদন করলে আদালত সময় মঞ্জুর করে এদিন ধার্য্য করেন।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়