স্পোর্টস রিপোর্টার,ঢাকা:নরওয়ের ট্রমসে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে অষ্টম রাউন্ডে ড্র করেছে বাংলাদেশ। তবে আবার হারল মেয়েরা। উন্মুক্ত বিভাগের ড্রটি শক্তিশালী ফিলিপাইনের বিপক্ষে, আর মেয়েদের হারটি পুয়ের্তো রিকোর কাছে।
রোববার উন্মুক্ত বিভাগে বাংলাদেশের ছেলেরা ফিলিপাইনের সঙ্গে ড্র করেছে ২-২ ব্যবধানে।
চার বোর্ডের দুটি ম্যাচ ড্র হয়। আর একটি ম্যাচে জয় পায় বাংলাদেশ, অন্যটি জেতে ফিলিপাইন।
বাংলাদেশের পক্ষে ড্র করেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও নিয়াজ মুর্শেদ। আর জয় পান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব। কিন্তু হেরে যান বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
উন্মুক্ত বিভাগে অষ্টম রাউন্ড শেষে ৩ জয় ও দুই ড্র নিয়ে বাংলাদেশ আছে ৭৪তম অবস্থানে। নবম রাউন্ডে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
মেয়েদের বিভাগে পুয়ের্তোরিকোর কাছে ২.৫-১.৫ পয়েন্টে হারে বাংলাদেশ। জয় পান কেবল মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আকতার লিজা। ড্র করেন মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। হেরে যান মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।
অষ্টম রাউন্ড শেষে ৩টি জয় নিয়ে বাংলাদেশের মেয়েরা আছে ৯৬তম অবস্থানে। নবম রাউন্ডে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়