আমারে স্মরণ রাখিয়া বাবা শাহজালাল শাহপরান । হেইয়ো হেইয়ো আর আমার নাও যে গাঙে ডুবে না ওরে মাঝি খবরদার..... । আবহমান কাল ধরে গ্রাম বাংলার ঐতিহ্য লালিত নৌকাবাইচ এখন আর আগের মতো চোখে দেখা না গেলেও একবোরে হারিয়ে যায়নি। নদীমাতৃক বাংলাদশেরে এ ঐতিহ্যকে ধরে রাখতে আজ বুধবার বিকাল ২টায় কানাইঘাট গাছবাড়ী বাজার সংলগ্ন সুরমা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো আকর্ষনীয় নৌকাবাইচের ১ম পর্বের ফাইন্যাল । নৌকা বাইচকে ঘিরে দুপুর গড়াতে না গড়াতে বিভিন্নি এলাকা থেকে হাজার হাজার র্দশক ছুটতে থাকেন নৌকাবাইচ অনুষ্ঠানস্থলের দিকে। শিশু-কিশোর থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরতি হয়ে উঠে সুরমার দুই পাড়। তবু স্থান নেই মানুষরে উপচে পড়া ভীড়ে। উচু গাছের ডাল আর বিল্ডিংয়ের ছাদরে উপর জায়গা করে নেয় অনেকে। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে প্রতিযোগী নৌকাগুলো শাহানশাহী বেশে মাঝ-মনুতে প্রস্তুতিমূলক প্রদক্ষিণ করছিল। একেকটি নৌকায় ৩০/৩৫ জনরে মতো মাঝি। এ যেন মাঝি নয় নানান রঙে রঙিন জামায় আচ্ছাদিত একেকজন হবু বর। তাদের মুখে মুখে শোভা পাচ্ছিল ভাটির বাউল আব্দুল করিমের গান, কোন্ মিস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল করে রে ময়ূর পংঙ্কি নায়। প্রত্যকে মাঝির হাতে হাতে শোভা পাচ্ছিল লাল, নীল, বেগুুনি রঙের বৈঠা। র্দশকদের চোখ ঘড়ির কাটার দিকে। কখন সাইরেন বাজবে আর সপাং সপাং বৈঠার আঘাতে ফালি ফালি করবে সুরমার জল। বিজয়ের নেশায় উন্মত্ত নৌকাগুলো ছুটে নিশানা ভেদ করে বিজয় ছিনিয়ে আনতে। মুহুর্তেই দুপাড়ের র্দশকদের চোখ ফাঁকি দিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চললো নাওগুলোএভাবে উচ্ছ্বাস আনন্দের মধ্য দিয়ে আবহমান বাংলার চিরাচরিত নৌকা বাইচের প্রথম পর্বের ফাইন্যাল সম্পন্ন হয়। এ উপলক্ষ্যে সুরমার পাড়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনও করা হয়। বন্ধন ও একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী নৌকা বাইচের প্রথম পর্বের বিজয়ী প্রতিযোগীদের হাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া।
নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা হারুনুর রশিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, বিয়ানীবাজার চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, কানাইঘাট ফেসবুক ফ্রেন্ড ফোরামের চেয়ারম্যান কিউএম ফররুখ আহমদ ফারুক। নৌকা বাইচ আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন ২য় পর্বের নৌকা বাইচের ফাইন্যাল পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা হারুনুর রশিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, ঝিঙ্গাবাড়ী ইউপির চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, বিয়ানীবাজার চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, কানাইঘাট ফেসবুক ফ্রেন্ড ফোরামের চেয়ারম্যান কিউএম ফররুখ আহমদ ফারুক। নৌকা বাইচ আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন ২য় পর্বের নৌকা বাইচের ফাইন্যাল পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
%2Bcopy.jpg)

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়