নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ওয়েসিস ফিন্যান্স প্রাইভেট লিঃ নামে একটি প্রতিষ্ঠানের এমডি ব্যবসার নাম করে ১৫১জন সদস্যদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে শেয়ার সঞ্চয় করে। এভাবে ৫বছরে প্রায় ২কোটি টাকা সঞ্চয় করা হয়। পরবর্তীতে কোম্পানীর এমডি ফারুক আহমদ ও চেয়ারম্যান মুহিবুল হক শেয়ার হোল্ডারদের সঠিক হিসাব দিতে না পারায় সদস্যগণ তাদের মুনাফাসহ সঞ্চিত টাকা ফেরত চান। এতে কিছু কিছু প্রভাবশালী সদস্যদের শুধু মাত্র মূল টাকা ফেরত দিলেও অধিকাংশ সদস্যরা তাদের সঞ্চিত মূল টাকা ফেরত পান নাই। এদিকে গ্রাহকদের রোষানল থেকে রক্ষা পেতে এমডি ফারুক আহমদ উক্ত কোম্পানীর শেয়ার হোল্ডার আগতালুক গ্রামের মৌলভি আব্দুল আজিজকে ইসলামী ব্যাংক কানাইঘাট শাখায় তার নিজ নামীয় চলতি হিসাব নং- ২৪৯এর অনূক‚লে ১লক্ষ ৬৫হাজার টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু উক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলনের পূর্বেই এমডি ফারুক আহমদ একাউন্টে পর্যাপ্ত টাকা নাই বলে আরো ১ মাসের সময় বৃদ্ধির অনুরোধ জানান। প্রতারণার উদ্দেশ্যে এভাবে বার বার সময় নেওয়ার ফলে চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। পরবর্তীতে এ বিষয়টি নিয়ে কয়েকবার শালিস বিচারও অনুষ্ঠিত হয়। শালিস বিচারে টাকা প্রদানের অঙ্গীকার করলেও এমডি ফারুক অবশেষে টাকা প্রদানে অনীহা প্রকাশ করেন। এতে প্রতারণার শিকার আব্দুল আজিজ ওয়েসিস ফিন্যান্স প্রাইভেট লিঃ এর এমডি ফারুকের বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়েসিস ফিন্যান্স প্রাইভেট লিঃ এর এমডি ফারুকের বিরুদ্ধে একটি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আইনানুগভাবে খতিয়ে দেখা হবে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়