Tuesday, July 22

এবার হজ্জে যাচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন মুসল্লি


স্টাফ রিপোর্টার: পবিত্র হজ্জ পালনের উদ্দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন মুসল্লি আরব যাচ্ছেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।
এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ্জযাত্রী সৌদি যাবেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের জন্য প্যাকেজ ১ এ দুইটি ও প্যাকেজ ২ এ দুইটি উন্নতমানের হোটেল ভাড়া করা হয়েছে।
বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য হাবিবুর রহমান মোল্লা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়