কানিউজ ডেস্ক: ৯ বছরের বালকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ৬২ বছরের এক নারী। বরের সঙ্গে কনের এত বছরের তফাৎ দেখে অবাক হলেও এই ঘটনাটি আফ্রিকার পুমালাঙ্গা শহরের জিমহুঙ্গে গ্রামে। বরের নাম সানেই মাসিলিলা। বরের বয়স ৯। কনের নাম হেলেন সাবাঙ্গু। কনের বয়স ৬২।
সানেই মাসিলিলা ও হেলেন সাবাঙ্গুর বিয়েটা গত বছর হলেও বিষয়টি জানাজনি হয়েছে শুক্রবার। বিয়ের ক্ষেত্রে সাউথ আফ্রিকান ঐতিহ্য মানলেও আইনসদ্ধিভাবেও বৈধ করার ব্যাপারে আগ্রহী ছিলেন বরবাবু। বিয়ের দিন বরবাবু রুপালি স্যুট পরে কনে হেলেন সাবাঙ্গুর হাত ধরে বিয়ে করতে আসেন। পাঁচ সন্তানের জননী মা হেলেন সাবাঙ্গুর বাকি সন্তানেরা ২৮ থেকে ৩৮ বছরের।
এর আগেও সানেই মাসিলিলা একবার এক বয়স্ক নারীকে বিয়ে করে। এবারের বিয়ের মাধ্যমে তিনি পৃথিবীর সর্ব কনিষ্ঠ বর হওয়ার রেকর্ড করল।
বিয়েতে অতিথি ছিলেন প্রায় ১০০ জন। হেলেনের শাশুড়ি অবশ্য তার থেকে ১৯ বছরের ছোট।
৪৭ বছর বয়সী মিসেস মাসিলিলা বলেন, বিয়ে করে সানেই খুশি। সে মোটেও লজ্জিত নয়। বিয়ে নিয়ে স্কুলবালক বরের ভাষ্য ছিল, তিনি বিয়েটি আইনানুগভাবেই করছেন। কিন্তু তার সাউথ আফ্রিকার জিমহাঙ্গুই গ্রামবাসীরা এটিকে ‘বিরক্তি’ হিসেবেই দেখেছিলেন। সে আরো জানায়, আমি বড় হলে আমার বয়সী কোনো মেয়েকে বিয়ে করব। আমি হেলেনকে বিয়ে করেছি কারণ আমি তাকে ভালোবাসি।
বর সানি মাসিলেলা তার নববধুকে চুম্বন করে বলেন, সে তাকে খুব ভালোবাসে। তাদের মাঝে বয়সের যে দুরত্ব সেটা গ্রামবাসীদেরকে আশ্চর্য করেছে। গ্রামবাসীরা এটাকে বিরক্তিকর বলে উল্লেখ করছেন।
বিয়ে নিয়ে কনে হেলেন বলেন, আমি খুশি যে সানেই আমার ও আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। একদিন সানেই বড় হবে। সে বিয়ে করবে এবং তার নিজের বাচ্চা হবে। আমরা এখন খেলছি। এতক্ষণে সবার মনে নিশ্চয় একটি প্রশ্নই উঁকি দিচ্ছে। কেমন ছিল তাদের এই অসমবয়সী সংসার?
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়