Tuesday, July 22

নতুন রুপে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক: প্রথম ছবি ‘আশিকি-২’-এর চেয়ে দ্বিতীয় ‘এক ভিলেন’ ছবিতে শ্রদ্ধা কাপুরের অভিনয় বেশি প্রশংসিত হয়েছে। বাবা শক্তি কাপুরও মেয়ের অভিনয়-পারফরমেন্সে অনেক খুশি। এদিকে শ্রদ্ধা বর্তমানে তিনটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে ‘আশিকি-২’ খ্যাত অভিনেতা আদিত্যের সঙ্গে জুটিবদ্ধ হয়েও একটি ছবিতে কাজ করছেন তিনি। আর এই ছবিটি প্রযোজনা করছেন মহেশ ভাট। ভাটদের হাত ধরেই বলিউডে যাত্রা শুরু হয়েছিলো শ্রদ্ধার। নাম না ঠিক হওয়া এ ছবিটিও একটি প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে। সঙ্গে থাকছে থ্রিলারও। একটি মেয়ের জীবনের প্রেম-রোমান্স-সেক্স ও ব্ল্যাকমেইল হওয়ার গল্প নিয়েই এই ছবির কাহিনী এগিয়ে যায়। কিছুদিন আগেই ছবির কাজ শুরু হয়েছে। ছবির নাম প্রথম দিকে ‘লাভ ফরেভার’ ঠিক করা হলেও এটি পরিবর্তন হচ্ছে। নতুন খবর হচ্ছে নিজের প্রথম দুই ছবিতে শান্তশিষ্ট ও সাধারণ পোশাকে পর্দায় আসা শ্রদ্ধাকে নতুন রূপে পাওয়া যাবে। ব্যাপক খোলামেলা হয়েই হাজির হবেন তিনি। শুধু তাই নয়, প্রথমবারের মতো ছবিতে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন শ্রদ্ধা। এ ছবিটি নিয়ে দারুণ খুশি এ নায়িকা। তিনি বলেন, এ ছবিটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি আমি। ছবির পুরো ঘটনাই আমাকে নিয়ে। এখানে আমার লুকেও অনেক পরিবর্তন আনা হচ্ছে। ছবিতে দর্শকরা নতুন এবং ব্যাপক হট শ্রদ্ধা কাপুরকেই দেখতে পাবেন । নিজেকে পর্দায় নতুনভাবে দেখার জন্য আমি নিজেও অপেক্ষায় আছি। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়