Sunday, July 20

রাজশাহীতে আইনজীবীর বাড়ি থেকে দুই শিশু নিখোঁজ

রাজশাহী: রাজশাহীতে একই বাড়ির হুমায়রা খাতুন ও তানজিলা খাতুন নামে দুই শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহানগরীর উপশহরের একটি বাড়ি থেকে তারা নিখোঁজ হয়। তারা রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজমুস সাদাতের পালিত কন্যা। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অ্যাডভোকেট নজমুস সাদাত জানান, হুমায়রা খাতুনের বয়স ১১ বছর। সে উপশহর হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার ডাক নাম হামিদা।
বাবার নাম মোহাম্মদ হানিফ মিয়া। গ্রামের বাড়ি পবা নওহাটার পিল্লাপাড়ায়। আর তানজিলা খাতুনের বয়স ১৩ বছর। সে উপশহর নূর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী। তার ডাকনাম রাখি খাতুন। সে মোহনপুর উপজেলার মোল্লাডাঙ্গি গ্রামের মোহাম্মদ লালু হোসেনের মেয়ে।
হুমায়রা খাতুনকে ২০০৭ সালের জুলাই মাসে ও তানজিলা খাতুনকে একই বছরের ৭ সেপ্টেম্বর অ্যাডভোকেট নজমুস সাদাত বাসায় তোলেন। নিঃসন্তান হওয়ায় তাদের অভিভাবকের সম্মতি নিয়ে লালন-পালন শুরু করেন নজমুস সাদাত। কিন্তু ওই দিন বাড়ি থেকে বের হওয়া পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিন দিনে অনেক খোঁজ-খবর নিয়েও তাদের অবস্থান জানা যায়নি।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান জানান, শিশু দুইটি উদ্ধারে পুলিশের বিভিন্ন তৎপড়তা অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের অবস্থান জানা যাবে। - See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf/#sthash.khQYjXDj.dpuf

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়