Sunday, July 20

‘খালেদাকে জামায়াত-হেফাজত ছাড়ার পরামর্শ দিন’

কুষ্টিয়া প্রতিনিধি : ৫ জানুয়ারীর নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনে কেউ না আসলে সেই নির্বাচন ত্রুটিপূর্ণ হয় এ কথা আমরা মানিনা। তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে যারা মাথা ঘামাচ্ছেন তাদের বলবো, কিছুদিন আগে খালেদা জিয়ার নেতৃত্বে যে নাশকতা অন্তর্ঘাতের তান্ডব চলেছিল, সেই সময় এই সব কূটনীতিকরা কোথায় ছিলেন। তিনি বলেন, দেশে তান্ডব সৃষ্টিকারী জামায়াত-হেফাজত ও তাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া গণতন্ত্রের বন্ধু নয়। তাই নির্বাচনের পরামর্শ দেয়ার আগে বেগম খালেদা জিয়াকে জামায়াত-হেফাজত আর নাশকতা অন্তর্ঘাত ত্যাগ করার পরামর্শ দিন। সেটায় হবে গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। তিনি বলেন আপনারা এ পরামর্শ না দিতে পারলে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান আমরাই রক্ষা করবো। এ ব্যাপারে আপনাদের কোন সহযোগিতা দরকার নেই। তথ্যমন্ত্রী আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোন দমন-পীড়ন কার্যক্রম চালাচ্ছে না। যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউ চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপের সাথে জড়িত আবার কেউ চলন্ত ট্রেনে ঘুমন্ত মানুষ পুড়িয়ে মারার সাথে জড়িত, অসংখ্য জায়গায় বেমাবাজির সঙ্গে জড়িত এবং সন্ত্রাসের সাথে জড়িত। সুতরাং যারা এ ধরণের কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন উপস্থিত ছিলেন। পরে তথ্যমন্ত্রী মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্থরের উদ্ধোধন করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়