ফেনী:
ফেনীর ফুলগাজী উপজেলায় একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা
মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ওরফে মিনার চৌধুরীর জামিন স্থগিত
করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
পাশপাশি তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এই আদেশ দেন।
গত ১৫ জুলাই মিনার চৌধুরীকে অসুস্থতাজনিত কারণে ছয়মাসের জামিন দেন। ওই জামিন আদেশ অনুসারে গত ১৭ জুলাই ফেনী কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই নেতা। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে আজ চেম্বার আদালতে ওই আবেদনের শুনানি করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল। মিনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক সাংবাদিকদের বলেন, এজাহারে মিনার চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ১৬৪ ধারায় অন্য আসামিদের দেওয়া জবানবন্দিতেও তার নাম এসেছে। এ ধরনের স্পর্শকাতর ও নৃশংস ঘটনার প্রধান আসামি জামিনে থাকলে তদন্ত কাজ বিঘ্নিত হতে পারে। তাই মিনার চৌধুরীর জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।
তিনি জানান, চেম্বার আদালত আবেদন মঞ্জুর করে মিনার চৌধুরীকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন। যদি তিনি আত্মসমর্পন না করেন তাহলে দুই সপ্তাহ পর পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে হত্যা করা হয়।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/#sthash.tJS6W0pk.dpuf
পাশপাশি তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রোববার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এই আদেশ দেন।
গত ১৫ জুলাই মিনার চৌধুরীকে অসুস্থতাজনিত কারণে ছয়মাসের জামিন দেন। ওই জামিন আদেশ অনুসারে গত ১৭ জুলাই ফেনী কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই নেতা। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে আজ চেম্বার আদালতে ওই আবেদনের শুনানি করা হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক টুটুল। মিনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক সাংবাদিকদের বলেন, এজাহারে মিনার চৌধুরীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ১৬৪ ধারায় অন্য আসামিদের দেওয়া জবানবন্দিতেও তার নাম এসেছে। এ ধরনের স্পর্শকাতর ও নৃশংস ঘটনার প্রধান আসামি জামিনে থাকলে তদন্ত কাজ বিঘ্নিত হতে পারে। তাই মিনার চৌধুরীর জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।
তিনি জানান, চেম্বার আদালত আবেদন মঞ্জুর করে মিনার চৌধুরীকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছেন। যদি তিনি আত্মসমর্পন না করেন তাহলে দুই সপ্তাহ পর পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে হত্যা করা হয়।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf/#sthash.tJS6W0pk.dpuf
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়