Thursday, December 25

কানাইঘাটে পুলিশের অভিযানে ভারতীয় জিরা ও চা-পাতা উদ্ধার, গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক ::

সিলেটের কানাইঘাটে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম যোগদানের পর থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অপরাধ দমন এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় পণ্য জব্দে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

গত কয়েকদিনে টানা অভিযানে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি, জিরা, চা-পাতা, কমলা ও পিয়াজ জব্দ করেছে। পাশাপাশি এসব পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহন আটক ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। অভিযানে দুইটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ৩২০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। এ সময় ফাহাদ হোসেন পাভেল ও মামুন আহমদ নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১ জনকে আসামি করে মামলা দায়ের করেছে বলে পুলিশ প্রেসনোটে জানানো হয়।

অন্যদিকে, ২৪ ডিসেম্বর সকালে ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের খাসরমাটি এলাকায় টহল পুলিশ একটি পিকআপ গাড়ি আটক করে ভারতীয় ৯০ ক্যারেট কমলা উদ্ধার করে। এ সময় চোরাকারবারি মুহিন আহমদ (২৫) ও জামাল উদ্দিন (৫০) কে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তাদের সহযোগী সুহেল আহমদ ও সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মোট ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় জিরা, চা-পাতা, কমলা, মাল্টা, আপেল ও পিয়াজসহ বিভিন্ন পণ্য দেশে প্রবেশ করাচ্ছে। সম্প্রতি এসব পণ্যের চোরাচালান আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, “চোরাচালান বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযানে আরও জোরদার করা হবে।”


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়