Wednesday, July 23

ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: জাতিসংঘ


কানিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় নারী ও শিশুদের হত্যা যুদ্ধপরাধ হিসেবে পরিগণিত ‘হতে পারে’ বলে দেশটিকে সতর্ক করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এটা যুদ্ধাপরাধ। এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই।
তিনি বলেন, গাজা থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়ার আহ্বান আবারো জানান। তিনি বলেন, ইসরাইল দখলদার শক্তির মতো ব্যবহার করছে।
ইসরাইল গাজায় হামলা চালিয়ে বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। হত্যা করছে শিশুদের। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জরুরি বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মত ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি হামাসের রকেট ও মর্টার হামলার নিন্দা করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়