Wednesday, July 23

শামীম হত্যাচেষ্টা: হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ


স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য একেএম এনামুল হক শামীমকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের স্ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হান্নান ফিরোজের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির এ নির্দেশ দেন। ছয় দিনের রিমান্ড শেষে হান্নান ফিরোজকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ সময় তার আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের আবেদন করেন।
উল্লেখ্য,১৯ জুন রাজধানীর সাত মসজিদ রোডে মোটরসাইকেলে করে তিন যুবক গুলি করে হত্যার চেষ্টা করে শামীমকে। পুলিশ ও র্যা ব ওই ঘটনার সঙ্গে যুক্ত রানা হওলাদার, মেহেদি হাসান বুলেট ও মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করে। পরে রানা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, নাজিমুল হক মিঠু নামে বাংলাদেশ সময় পত্রিকার এক কর্মকর্তা শামীমকে হত্যার জন্য ৫ লাখ টাকার বিনিময়ে চুক্তি করে।
বুধবার সাংবাদিকদের এসব কথা জানান, ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মহানগর কমিশনার (ডিসি) কৃষ্ণপদ রায়।
পরে মিঠুকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্য অনুসারে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. হান্নান ফিরোজ ও সাবেক কর্মকর্তা নুরে আলমকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়