ডিনিউজ ডেস্ক: তাইওয়ানে বুধবার যাত্রীবাহী বিমান জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অন্তত ৫১ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৭ জন। সূত্র : এবিসি নিউজ।
দেশটির সিভিল এ্যাভিয়েশনের প্রশাসক বলেন, বিমানে ৫৪ জন যাত্রী ছিলো এবং ৪ জন ক্রু ছিলো। তবে কি কারণে এ জরুরি অবতরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্লাইট জিই২২২ জরুরি অবতরণে ব্যর্থ হয় এবং এর পরপরই এটি বিধ্বস্ত হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
এদিকে সিএনএ জানায়, ৫৮ জন যাত্রী নিয়ে তাইওয়ানের কোয়াসাং বিমানবন্দর থেকে দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি উড্ডয়ন করেছিল। দেশটির পশ্চিম উপকূলের প্রধান দ্বীপ প্যাঙ্গো আইল্যান্ডে বিমানটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়লে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়