স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংগীত শিল্পী তিশমা-হৃদয়ের ফেসবুক পেজকে ভেরিফায়েড পেজ হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে। এর আগে সংগীত শিল্পীদের মধ্যে থেকে পড়শী, তাহসান ও বাপ্পা মজুমদারের ফেসবুক পেজকে ভেরিফায়েড পেজ হিসেবে স্বীকৃতি দিয়েছিলো ফেসবুক।
গত শনিবার তিশমা-হৃদয় উভয়ের ফেসবুক পেজকে ভেরিফায়েড পেজ হিসাবে স্বীকৃতি দেয়া হয়। এর ফলে এখন থেকে তিশমা-হৃদয় উভয়ের পেজের নামের শেষে নীল রঙের বৃত্তের মধ্যে সাদা টিক চিহ্ন দেখা যাবে।
এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ফেসবুকে আমার নামে অসংখ্য ফ্যান পেজ বা অ্যাকাউন্ট আছে। আমি নিজেও তা দেখে অবাক হয়েছি! তবে আমার ফ্যান পেজটি স্বীকৃতি পাওয়ায় এখন আর ভক্তদের বিভ্রান্তিতে পড়তে হবে না।
অন্যদিকে তিশমা বলেন, আমার ফ্যান পেজকে ভেরিফায়েড পেজের স্বীকৃতি দেয়ার ফেসবুক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আমি দেশের দ্বিতীয় নারী কণ্ঠশিল্পী হিসেবে এ স্বীকৃতি অর্জন করলাম।
ফেসবুকে বর্তমানে তিশমার ভক্ত সংখ্যা ১ লাখ ১৯ হাজার ২০০ জন। তিশমার ফেসবুক পেইজের লিংক facebook.com/tishmaworld এবং হৃদয় খানের ফ্যান পেজ ‘হৃদয় খানস ক্লাব’র অনুসারীর সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৭০০ জন।হৃদয় খানের ফেসবুক পেইজের লিংক facebook.com/hridoykhanfanpage।
খবর বিভাগঃ
বিনোদন

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়