বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিরোধী দলের
রাজনীতি বন্ধ করতে এবং আগামী নির্বাচনে বিরোধী দলকে বাইরে রাখতে বিএনপির
নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিচ্ছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, যারা মনে করে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে- তাদেরকে বলতে চাই, বিএনপির আন্দোলন সফল হয়েছে।
ফখরুল বলেন, বিরোধী দলের কণ্ঠরোধ করতে ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ঢাকায় ছাত্রদল ও যুবদলের ২৪ জন নেতাকর্মীকে গুম করেছে এবং সারাদেশের বিএনপির ৬৫ জন নেতাকর্মীদের গুম ও হত্যা করেছে।দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্র নামে ও মুক্তিযুদ্ধের কথা বলে গণতন্ত্রের উপর স্টিম রোলার চালাচ্ছে।
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম শাফীর সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/#sthash.osPiVAxV.dpuf
রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, যারা মনে করে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে- তাদেরকে বলতে চাই, বিএনপির আন্দোলন সফল হয়েছে।
ফখরুল বলেন, বিরোধী দলের কণ্ঠরোধ করতে ক্ষমতাসীন দল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় ঢাকায় ছাত্রদল ও যুবদলের ২৪ জন নেতাকর্মীকে গুম করেছে এবং সারাদেশের বিএনপির ৬৫ জন নেতাকর্মীদের গুম ও হত্যা করেছে।দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্র নামে ও মুক্তিযুদ্ধের কথা বলে গণতন্ত্রের উপর স্টিম রোলার চালাচ্ছে।
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আহ্বায়ক শফিকুল ইসলাম শাফীর সভাপতিত্বে ইফতার ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
- See more at: http://dnewsbd.com/2014/07/20/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a4/#sthash.osPiVAxV.dpuf
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়