Monday, March 10

বিএনপিকর্মীকে গলাকেটে হত্যা

ঝিনাইদহ: সদর উপজেলায় বিএনপিকর্মী আব্দুল আজিজকে (৪০) গলাকেটে হত্যা করেছে দুর্বত্তরা।
 
সোমবার সকালে উপজেলার সাধুহাটি শ্মশানঘাটের পাশে ভুট্টাক্ষেতে থেকে ওই লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত আজিজ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভুঁইয়া পাড়া গ্রামের মৃত আবু তালেব মণ্ডলের ছেলে। তিনি আগে একটি চরমপন্থী দলের সদস্য থাকলেও বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
 
ঝিনাইদহ ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরুল হোসেন জানান, রাত দেড়টার দিকে আব্দুল আজিজকে একদল অস্ত্রধারী নিজ বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর রাতে তাকে আর পাওয়া যায়নি। সকালে জেলার সদর উপজেলার সাধুহাটি গ্রামের নবগঙ্গা নদীর ধারে শ্মশানঘাটের পাশের একটি ভুট্টা খেতে আব্দুল আজিজের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার দেহ থেকে মাথাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে।
 
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারনা করছে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত আব্দুল আজিজ আগে চরমপন্থী সংগঠন বিপ্লবী কমউিনিস্ট পার্টির (হক গ্রুপ) সদস্য ছিল।  তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমানে তিনি বিএনপিকর্মী ছিলেন।
 
উল্লেখ্য, সম্প্রতি দৌলতপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন দিন দুপুরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। আগামী ১২ মার্চ ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ইউপি নির্বাচনের সঙ্গে এ হত্যাকাণ্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে এলাকাবাসী ধারনা করছে।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়