Monday, March 10

স্থিতিশীল রাজধানীর কাঁচাবাজার

ঢাকা: রাজধানীর কাঁচাবাজারে দুএকটি পণ্যের বাজার দর কিছুটা পরিবর্তিত হলেও অধিকাংশ পণ্যের দাম স্থিতিশীল আছে। কোনো পণ্যেরই অস্বাভাবিক দর বৃদ্ধি বা পতন ঘটেনি।
সোমবার সকালে রাজধানীর বৃহৎ কাঁচাবাজার কাওরান বাজার ঘুরে দেখা যায় আলু, পেয়াজ, মরিচসহ বেশিরভাগ কাঁচা পণ্যের দামই স্থিতিশীল আছে। গত কয়েক দিনের তুলনায় কোনো পণ্যেরই অস্বাভাবিক দর পতন বা বৃদ্ধি ঘটেনি। তবে কমেছে কাঁচা মরিচের দাম।

গতকাল যে মরিচের দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা। আজ সেটি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

মরিচের পাইকারি বিক্রেতা জমির উদ্দিন জানান, আমদানি বেশি হওয়ায় কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১০ টাকা করে কমেছে।

অন্য দিকে প্রতি কেজি আলু পাইকারি ১০ টাকা, খুচরা ১২-১৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি পেয়াজ পাইকারি ২৫ টাকা, খুচরা ২৮-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ৬-৮ টাকা পাইকারি দরে গাজর কিনে ১০-১২ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। তবে বাজারে কিছুটা বেড়েছে কাঁচা পেঁপেঁর দাম।

পেঁপেঁ বিক্রেতা সোলেয়মান বলেন, ‘গত কয়েক দিন ৪/৫ টাকা দরে পেঁপেঁ বিক্রি করতে হয়েছে। আজকে ৮ টাকায় বিক্রি করতে পারছি।’

বাজার পরিস্থিতির অল্পবিস্তর হেরফের হলেও বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানালেন পাইকারি গাজর বিক্রতা শেখ রফিক।

তিনি জানান, আগাম ঝড়-বৃষ্টি হলে হয়ত কোনো পণ্যের দাম ওঠা-নামা করতে পারে।

এদিকে বাজার ঘুরে দেখা যায় শীত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজার থেকে শীতের সবজিও বিদায় নিচ্ছে।

বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়