Monday, March 10

বস্তি দখলদারদের হামলায় ৫ আনসার আহত

ঢাকা: মহাখালী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বস্তি দখলকে কেন্দ্র করে দখলদারদের হামলায় ৫ জন আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত আনসার সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৯ টায় এ হামলার ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন- শিমুল চন্দ্র (২৮), সাইফুল ইলাম (৩২), আজিজ (২৭), শহিদুল ইসলাম (৩৪) এবং ফিরোজ (২২)।

আহতরা জানায়, তারা ঐ এলাকায় দায়িত্ব পালনের সময় বস্তির কয়েকজন খালি জায়গায় ঘর ওঠানোর চেষ্টা করে। আমরা তাদেরকে বাঁধা দিলে তারা আমাদের ওপর হামলা করে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়