সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন আল-মিজানকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের কবল থেকে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারকে রা করতে হবে। এ জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়ে ঘোড়া প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান গত রবিবার রাত ৭টায় কানাইঘাট বাজারের নোয়াম সেন্টারে নিজাম উদ্দিনের (ঘোড়া মার্কার) নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন উপল্েয প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, এড. নাছির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এড. শাহ মুশাহিদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদ্ উদ্দিন, বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওযামীলীগের যুগ্ম আহবায়ক চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন, রফিক আহমদ, অধ্যাপক লোকমান হোসেন, এড. মামুন রশিদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জেলা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের অনুরোধে ভাইস-চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে জেলা নেতৃবৃন্দ কানাইঘাট বাজার ত্রিমুহনী পয়েন্টে নিজাম উদ্দিনের (ঘোড়া) এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রানার (মাইক) মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়