Monday, March 10

চেয়ারম্যান প্রার্থী আশিক চৌধুরীর ব্যাপক গণসংযোগ

 নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ১৯দলীয় জোট সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থী আশিক উদ্দিন চৌধুরী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিএনপি, জামায়াত, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আশিক চৌধুরী গত কয়েক দিনে উপজেলার মূলাগুল বাজার, বাগান বাজার, চতুল বাজার, সুরইঘাট বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, মন্তাজগঞ্জ বাজার, বড়বন্দ বাজার, বুরহান উদ্দিন বাজার, কানাইঘাট বাজার, ঈদগাহ বাজার, সড়কের বাজার, ছোটদেশ বাজার, বড়দেশ বাজার, ভবানীগঞ্জ বাজার, বাংলা বাজার, রাতা ছড়া, বিষ্ণুপুর, দলইমাটি, কেউটি হাওর, বাঙ্গালীপাড়া, নক্তিপাড়া, কালিজুরী, দনা, লোহাজুরীসহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের ভোটাদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।  পৃথক এসব মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী আশিক চৌধুরী বলেন, দুঃশাসনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য কানাইঘাটের শান্তিপ্রিয় মানুষ প্রস্তুত থাকলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ভোটাধিকার কেড়ে নিতে সকল অপকৌশল চালিযে যাচ্ছে।  ২৩ মার্চের  নির্বাচনে তাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে অন্যায় অপকর্মের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়