অভয়নগর (যশোর): অভয়নগরে মাদক সেবন নিষেধ করায় দেড় শতাধিক কলাগাছ কেটে
দিয়েছে মাদকসেবীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভির রাতে নওয়াপড়া পৌরসভার ৫নং
ওয়ার্ডের বুইকারা এলাকায় নওয়াপাড়া মহিলা কলেজের অধ্যাপক জাকির হোসেনের
কলাবাগানে। জাকির হোসেনের সাথে কথা বলে জানা গেছে, তিনি শিক্ষাকতার
পাশাপাশি কয়েক বছর ধরে বাড়ির চারিপাশে কলা চাষ করেন। এলাকার কিছু চিহ্নিত
মাদকসেবী ও মাদক ব্যবসায়ি তার কলাবাগানটিকে নিরাপদ জায়গা মনে করে মাদকসেবন ও
মাদক বিক্রি করে আসছিল। সর্বশেষ গত রোববার সন্ধ্যায় তাদেরকে ্ওই কলাবাগান
থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং পুনরায় আসতে নিষেধ করা হয়। সেই রাগে মাদকসেবীরা
রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে দেড় শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দেয়। ক্ষতির
পরিমান আনুমানিক লক্ষাধিক টাকা। এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য
ব্যক্তিদেরকে জানিয়েছি। ন্যায় বিচার নাপেলে আইনের আশ্রয় নেব।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়