Wednesday, February 26

পাকিস্তানে বিমান হামলায় ৩০ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি স্থাপনাসমূহে সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানের পাহাড়ি এলাকায় এই হামলা চালায়।
 
দক্ষিণ ওয়াজিরিস্তানেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
 
চলতি মাসের মাঝামাঝিতে পাকিস্তান সরকার ও তালেবানদের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান। সম্প্রতি তালেবানরাও জানিয়েছে তারা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে কমপক্ষে ২৩ জন সেনা সদস্যকে হত্যা করেছে।
 
এর আগে সোমবার উত্তর ওয়াজিরিস্তানে এক সেনা অভিযানে শীর্ষ তালেবান কমান্ডার আসমতউল্লাহ শাহিন নিহত হন। গত বছর মার্কিন ড্রোন হামলায় তালেবান নেতা হেকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর ওই এলাকায় শাহিনই তালেবানদের পরিচালনা করে আসছিল।
  
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়