Wednesday, February 26

সঙ্কুচিত হচ্ছে মার্কিন সেনাবাহিনী

ঢাকা: মার্কিন সেনাবাহিনীর আকার সঙ্কোচনের পরিকল্পনা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। যুক্তরাষ্ট্রের নয়া বাজেট পরিকল্পনার খসড়া উপস্থাপন করতে গিয়ে চাক হেগেল এই পরিকল্পনার কথা জানান।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম মার্কিন সেনাবাহিনীর আকার সঙ্কুচিত হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দার জেরেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে। এছাড়া ইরাক ও আফগানিস্তানে দুটি বড় যুদ্ধের পর সেনাবাহিনীতে খরচের পরিমাণ নিয়ে বেশ চাপে রয়েছে দেশটি।   
 
এ বিষয়ে হেগেল বলেন, ‘এটি বাস্তবতার সময়। এই বাজেটে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জের গুরুত্বই প্রকাশ হয়েছে।’
 
মার্কিন প্রতিরক্ষা বিভাগের বস হেগেল জানান, বর্তমানে সেনাবাহিনীর মোট ৫ লাখ ২০ হাজার জনবল থেকে কমিয়ে ৪ লাখ ৪০ হাজার বা ৫০ হাজারে নামিয়ে আনা হবে। এরমধ্যে স্নায়ুযুদ্ধের সময়কার ইউ-টু গোয়েন্দা বিমান ও এ-টেন জঙ্গি বিমানও তুলে নেয়া হবে।
 
শুধু জনবল কমিয়ে আনাই নয়, একইসঙ্গে পেন্টাগন সেনাবাহিনীর বেতন-ভাতা পরিবর্তনেরও পরিকল্পনা করেছে বলে জানান হেগেল। অর্থাৎ কমতে চলেছে মার্কিন সেনাদের বেতন ভাতা। তবে সেনাদের স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন তিনি।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়