ঢাকা: নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের শহর গুসাউ-এর একটি
মাধ্যমিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৪০ জন
নিহত হয়েছেন।
ইয়োবে অঙ্গরাজ্যের শহর গুসাউ-এর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ফেডারেল গভর্নমেন্ট কলেজ বুনি ইয়াদি’-এ বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা নাইজেরিয় সশস্ত্র ইসলামি সংগঠন বোকো হারামের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইয়োবে অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার সানুসি আল নিশ্চিত করেন, নিহতদের মধ্যে অন্তত ২৯জন ছাত্র এবং অবশিষ্টজনেরা শিক্ষক ও কর্মচারি। এছাড়া বন্দুকধারীদের আক্রমণে ছাত্রাবাস, প্রশাসনিক ভবনসহ, কর্মচারি আবাসসহ বিধ্বস্ত হয়েছে অন্তত ২৪টি স্থাপনা।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২:১৫ মিনিটে শিক্ষাঙ্গনটিতে এ নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।
ঘটনাস্থলটিতে আক্রমণের সময় সকল প্রকার টেলিযোগাযোগ ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল।
বাংলামেইল২৪ডটকম
ইয়োবে অঙ্গরাজ্যের শহর গুসাউ-এর সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ফেডারেল গভর্নমেন্ট কলেজ বুনি ইয়াদি’-এ বন্দুকধারীদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। বন্দুকধারীরা নাইজেরিয় সশস্ত্র ইসলামি সংগঠন বোকো হারামের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।
ইয়োবে অঙ্গরাজ্যের পুলিশ কমিশনার সানুসি আল নিশ্চিত করেন, নিহতদের মধ্যে অন্তত ২৯জন ছাত্র এবং অবশিষ্টজনেরা শিক্ষক ও কর্মচারি। এছাড়া বন্দুকধারীদের আক্রমণে ছাত্রাবাস, প্রশাসনিক ভবনসহ, কর্মচারি আবাসসহ বিধ্বস্ত হয়েছে অন্তত ২৪টি স্থাপনা।
মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২:১৫ মিনিটে শিক্ষাঙ্গনটিতে এ নৃশংস হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।
ঘটনাস্থলটিতে আক্রমণের সময় সকল প্রকার টেলিযোগাযোগ ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল।
বাংলামেইল২৪ডটকম
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়