Monday, November 4

অসমে সামরিক পোশাক পরিহিত বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অসম রাজ্যে সেনাবাহিনীর পোশাক পরিহিত একদল বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত এবং নয়জন গুরুতর আহত হয়েছে। মেঘালয় সংলগ্ন অসমের গোয়ালপাড়া জেলায় রোববার রাত ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

দিপাবলি উপলক্ষে একটি চায়ের দোকানে বসে তাস খেলার সময় বন্দুকধারীদের নির্বিচার গুলিবর্ষণের শিকার হন হতাহতরা। হামলাকারীদের সবার কাছে স্বয়ংক্রিয় অস্ত্র-শস্ত্র ছিল এবং নিহতরা সবাই রাবাহ্‌ উপজাতির লোক বলে জানা গেছে।

অসম পুলিশের আইন এবং শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত মহাপরিচালক এপি রাউত ভারতের একটি বেসরকারি চ্যানেলকে জানিয়েছেন, বন্দুকধারীরা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিল এবং নির্বিচারে গুলি চালানোর পর তারা মেঘালয়ে পালিয়ে গেছে। 

এ ঘটনাকে কেন্দ্র করে গোয়ালপাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সেনাবাহিনী তলব করা হয়েছে। তিনি আরো জানান, স্থানীয় পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে গোয়ালপাড়ায় রাবাহ্‌ উপজাতীয়দের সঙ্গে গারোসহ অন্যান্য গোষ্ঠীর সহিংস সংঘর্ষ চলছে। 

এ অঞ্চলে  রাবাহ্‌ উপজাতির ব্যাপক সংখ্যক মানুষ বসবাস করে কিন্তু অন্য গোষ্ঠীগুলো দাবি করছে, তাদেরকে রাবাহ্‌ নিয়ন্ত্রিত স্বতন্ত্র পরিষদের আওতার বাইরে রাখা হোক। হামলাকারীদের গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (জিএনএলএ)’র সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। মেঘালয়ের গারো পাবর্ত্য জেলার জঙ্গলে এ গেরিলা গোষ্ঠীর ঘাঁটি রয়েছে এবং ২০০৯ সাল থেকে গোষ্ঠীটি আলাদা রাষ্ট্রের দাবিতে লড়ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়